Friday 15 September 2017

Valderrama visited Kolkata

To the Bengalis 'Durga Puja' is their grandest festival and it's indications begins with the advent of the Mahalaya. Owing to this ritual Bengalis have another festival close to their spirts, the 'Footbal Festival'. And why will it not eb, after all football is Bengals chief game. Bengalis are meaningless without it. Along with the ensuing Durga Puja, Kolkatans are to witness a historical football match. The game will be played between Bengal's pride Sourav Ganguly, known to fans as 'Dada' and the football legend Maradona.The jersey for this historical match has been revealed by Carlos Valderrama at Dhulaiwala Match for Unity on 8th September at Fanattic Sports Museum, Eco Space.
Apart from this others present at the event were Satadru Dutta, Dibyendu Biswas and many more. Just as the Mahalaya announces the start of Devipaksha, Kolkatans are eagerly waiting and impatiently counting the days when Dada and Maradona will share the same field. Besides this he went to the Mohanbagan field and had a chat with Dada at Eden gardens. Apart from wishing well for the upcoming friendly football match, he also talked about the forthcoming 2017 Worldcup. 

মারাদোনা উৎসবের শুভ সূচনা 
 বাঙালি মতে তাদের শ্রেষ্ঠ উৎসব “দুর্গা পুজো” আর তার আগে তার সূচনা হয় থাকে মহালয় দিয়ে। ঠিক সেই রীতি মেনেই বাঙালিদের আরেক খেলার উৎসব “ফুটবল” আর হবে নাই বা কেনও কথাতেই আছে “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”। আসন্ন দুর্গা পুজোর সাথে কলকাতা বাশি সাক্ষী হতে চলেছে একটি ঐতিহাসিক ফুটবল ম্যাচ এর মাধ্যমে। খেলা হবে বাঙালিদের গৌরব সৌরভ তথা দাদার সাথে ফুটবল কিংবদন্তী মারাদনার সাথে। আর সেই ঐতিহাসিক খেলাটি যে জেরসি পরে খেলা হবে সেটি উন্মোচন করে দিলেন কলম্বিয়ার কিংবদন্তী কার্লোস ভালদেরামা।এ ছাড়াও উপস্থিত ছিলেন সাতাদ্রু দত্ত, দিবেন্দু বিশ্বাস সহ আরও অনেকে। ঠিক এমন অভিনব ভাবে মহালয়ের পর জামন শুরু হয় দেবী-পক্ষ ঠিক তেমন ভাবেই ঢাকে কাঠি দিয়ে সূচনা হয় গেলো দিন গোনার পর্ব যখন দাদা র মারাদনাকে একসাথে দেখে যাবে কলকাতার মাঠে খেলতে। এ ছাড়াও তিনি মোহনবাগান মাঠে যান এবং সৌরভ গাঙ্গুলির সাথে ইডেন-এ গিয়ে সাক্ষাতও করেন। তিনি এইরকম একটি বন্ধুত্ব ম্যাচ এর জন্য শুভ কামনা ছাড়াও আসন্ন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিয়েও কথা বলেন।


(Reported and Bengali Write-up By Riddhi Bhattacharya , English Write-up by Somrita Das & Picture Source)

No comments: