Thursday 16 August 2018

August 15th at not give me this gift?

(১) সকাল থেকে মৌসুমী একটুও ফুরসত পাচ্ছে না বাচ্চাটাকে যে খাওয়াবে। বেচারি সেই কখন খেয়েছে মাঝ রাত্রে। তারপর তো সকাল হতে না হতেই মৌসুমীকে বিছানা ছেড়ে উঠে পড়তে হয়েছে ডেইলি রুটিন মাফিক। 
সৌম্য অফিস যাবে তার জন্য রান্না ক‍রা তার টিফিন গুছিয়ে দেওয়া, বিট্টুর স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান তাই তাকে তৈরী করে দেওয়া, তার পতাকার কাপড় লাঠির মধ্যে লাগিয়ে দেওয়া, আজ বিশেষ দিন তাই সাদা ড্রেসটা পরিয়ে দেওয়া, শ্বশুরের স্কুলে অনুষ্ঠান সদ্য রিটায়ার্ড হেড মাস্টার তাই ওনার‌ও যাওয়ার তাড়া তাই ওনাকে চা-টা করে দিয়ে, মৌসুমী চার মাসের চিত্রার কাছে গেলো তাকে খাওয়াতে। 

ঘরে ঢুকে আয়নায় চোখ পড়তেই প্রতিবিম্বতে ফুটে উঠল সদ্য প্রেশার কুকারের ঢাকনা খুলতে গিয়ে উপচে ওঠা গরম ডালের আস্তরণ কপালে ছ্যাঁকা দিয়ে লাল করে দিয়েছে। মৌসুমী কাপড়ের খুঁটে করে আলতো ভাবে তা মুঝতে গেলে, অমনি সৌম্য রুমাল আনতে এসে বলে, 
"আদিখ্যেতা, সাত সকালে মহারাণির সাজ হচ্ছে কাজকর্ম ছেড়ে দিয়ে এসে, যত্তোসব, ডিসগাস্টিং। অনেক স্বাধীনতা দেওয়া হয়েগেছে তাই এতো বাড় বেড়েছে। আজ অফিস থেকে এসে সব কসমেটিক্সগুলো ড্রেণে ফেলে দেবো।"

শাশুড়ি ছুটে এসে, " বলি ও মৌসুমী বেশী বাড় বেড়েছো তাই না, ছেলেটা যে অফিস যাবে, বিট্টু ইস্কুলে যাবে তার বাস আসবে তোমার বাবা ইস্কুলে যাবে তাঁর ছাতাটা দেবে , তা নয় সাত সকালে ঢং করতে বসেছো?"
"মা আমি তো চিত্রাকে খাওয়াতে....."
"বলি ও মেয়ের পিছনে এতো সময় দিয়ে কি হবে বাছা, ও মেয়ে কি আমাদের উদ্ধার করবে? বরং নিয়ে যাবে সব। এতো লাই দিও না এখন থেকে, বুঝলে?"
"মা, এই তো সবে ......চার মাস!"

(২) "আমাদের দেশে কবে সেই ছেলে হবে
        কথায় না বড় হয়ে কাজে বড় হবে।"

মাস্টারমশাই আপনি ছেলেদের কথায় বললেন কেন? তারাই কি তবে কেবল বড়ো বড়ো কাজ করবে আর আমরা বুঝি কিছুই করব না? জানেন তো মাস্টারমশাই ঠাকুমা বলেন আমার বেশী পড়াশুনা করে লাভ নেই, তার চেয়ে যেন হাতে হাতে মাকে সাহায্য করি। 

না রে মা, কথাটা আমি তোদেরকেই তো বললাম, তুই, মিলি, স্বপ্না, প্রিয়া, চম্পা এই যে তোরা কি সুন্দর করে শিশু শ্রেণী প্রথম শ্রেণীর বাচ্চারা কাঁদলে তাদের বড় হ‌ওয়ার কবিতা বলিস, তাদেরকে অন্ন নষ্ট করতে বারণ করিস, রোজ পড়া করিস, তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণীর দিদি দের সাথে হাত লাগিয়ে গাছে জল দিস, ক্লাসরুম পরিস্কার রাখিস, বাড়ি গিয়ে আবার মায়েদের কাছ ঘেঁষে তাদের কথা শুনিস, ক্লাসে বল্টুরা মারপিঠ করলে তাদের থামাস, তাদের ভুল ধরাস আর ওই গবেট গুলোকে দেখ দেশ জাতি শুধু ছেলে ছেলে করেই গেল, কাজে কম্মে এরা ঢ্যাঁড়স‌ই রয়ে গেল।

এই যে আজ ১৫ ই আগষ্টের দিনে কোথায় একটা ভালো কবিতা বলবি গান গায়বি তা না, গাইছে দেখো লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স এই তো হচ্ছে মাথায় তোলার ফল। 
ধেড়ে খচ্ছর গুলো একটা কাজ‌ও এগিয়ে রাখেনি সকাল সকাল যে পতাকাটা তুলবো।
উফফফ। 

মা রে তোদের দেখেও যাতে এরা কিছু শেখে এগিয়ে আসে কাজে , কথার বুলিতে নয় তাই তো বললাম রে "আমাদের দেশে কবে সেই ছেলে হবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে"।
শুনেই আনন্দে হেসে উঠে হাততালি দিয়ে উঠল দ্বিতীয় শ্রেণীর মেয়েটা।

নে এইবার চল দেখি তাড়াতাড়ি। কতো কাজ বাকি আছে, ফুল যোগাড় করেছিস.....দড়িটা কোথায় গেল.....

(৩)   "মাম্মি মাম্মি ইন্ডিপেন্ডেন্স্ ডে তো হয়ে গেল, এই ফ্ল্যাগ টা নিয়ে কি করবো এখন? বাড়িতে নিয়ে গেলে এটা তো গার্বেজ হবে।"
"হ্যাঁ, বাবু। থামো কোনো ডাস্টবিন দেখি চুপি করে ফেলে দেবো, কেমন! তুমি চুপ করে বসবে , লোকে দেখলে তো আবার পঞ্চাশটা জ্ঞান দেবে, মিডিয়া হবে, যত্তোসব, মিডিল ক্লাস ইনোসেন্ট।"

কিছুক্ষন পর মিসেস রক্ষীত "use me" র হলুদ পেটে ভরে দিয়ে এলেন তার ছেলের আজকের ইন্ডিপেন্ডেন্স্ ডে কে। দামী গাড়িটা বেরিয়ে যেতেই বস্তির তিন বছরের কালু দূর থেকে সবটা দেখে ছুটে এসে তুলে নিল পতাকাটা। সামনে দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে হুস হুস করে, মালতি ছুটে এসে , ছেলেকে কোলে তুলে নিলো।

" ও মা তুমি কি পেয়েছো এটা?" এক গাল হাসি ভরা মুখ
"এতা কি?"
"জয় হিন্দ জয় হিন্দ বন্দেমাতরম বন্দেমাতরম"
"জ হিঁদ বঁদেমাতম জ হিঁদ"
পতাকায় লেগে থাকা ডাস্টবিনের ধূলো কালুর খালি গা পরিস্কার করে দিয়েছে।

(৪) "মা প্লীজ চলো না আমাদের সাথে। আমি কি এতোই খারাপ আমার সাথে থাকা যায় না? আজ 15th আগষ্ট আমার জন্মদিন তুমি আমাকে এই গিফ্ট টা দেবে না?
"না রে মা, আমি তো ভীষন লাকি তোর মতো মেয়ে পেয়েছি। তোকে যদি খারাপ বলি তবে যে আমি হিংসুটে রে মা।"
"তবে তোমার মেয়ে হতে পারিনি বলো?
তা নাহলে কেন যাবে না আমাদের সাথে। রোহিতের নতুন জবের জায়গায়?" 
দু'চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে তৃণার।

"মা রে আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করেছিলেন। রোহিতের বাবার সাথে ভালোবাসার দূরত্বটা বেড়ে যাওয়ার কারণ ছিলো অনেকটাই এইটা। আমি বুঝি রে মা বিয়ের পর স্বামী-স্ত্রী কে জায়গা দিতে হয়। তাদের নতুন নতুন বিয়ে, ভালোবাসা, কাছকাছি এইগুলো তাদের সম্পর্ককে আরো মজবুত করে, যার ‌ওপর ভিত্তি করে সারাজীবনের সম্পর্কের ভীত তৈরী হয়ে যায় এই কয়েকটা বছর‌ই। এইসময় কারোর থাকা উচিত না, তুই মা হ বুঝবি রে পাগলি।
আর আমি তো যাবোই তোর যখন মেয়ে হবে ঠিক তোর মতো, তার সাথে খেলতে যাবো তো, তোর চাকরি ছাড়লে চলবে কেন?
আজ 15th আগষ্ট তোর জন্মদিন, তোকে যদি এইটুকু স্বাধীনতা না দিতে পারি তবে তো আমার লজ্জা রে...।"
আনন্দে তৃণা গলা জড়িয়ে ধরলো তার শাশুড়ি মায়ের।
"পাগলি আমার..."

(৫) "বলি এই যে বড়লোকের ঝি, দেশ স্বাধীন হলো, ইস্কুল স্বাধীন হলো, তা কি ভেবেছো নিজেকে তুমিও স্বাধীন হয়ে গেছো , তোমাকে ইস্কুলে যেতে দিয়েছিলুম বলে! শোনো তোমার বন্ধুরা ডাকতে এসেছিলো তাই তোমাকে ছেড়ে ছিলুম, অনেক হয়েছে স্বাধীনতা-টাধীনতা, নাও এইবার বাসন গুলো মাজতে বোসো।"

বাপ-মা মরা মুক্তো স্কুলের ড্রেসটা বদলে এসে বাসনগুলো মাজতে বসে গুনগুন করে ওঠে, "জয় হো, জয় হো..."
কাকার সংসারের যাবতীয় কাজ তাকেই করতে হয়। সামনের বছর মুক্তোর মাধ্যমিক।

(৬)আজ বেশ খানিকটা দেরী হয়ে গেছে, বাবু আজ মেরেই ফেলবে।
"এতক্ষনে আসার সময় হলো লাটের বাট?"
"না বাবু বোনটাকে ইস্কুলে নিয়ে গিয়েছিলুম।"
"কেন শুনি? এতো সকালে কি লেখাপড়ার ভূত চাপলো নাকি?"
"আজ স্বাধীনতা দিবস....তাই...."
"এ্যাঁ স্বাধীনতা, হা হা হা। বলি বোন কি পুলিশ অফিসার হবে নাকি আইপিএস অফিসার হবে? স্বাধীনতা মারাচ্ছে। কাজ কর ছোঁড়া। খাবার না জুটলে না অফিসার পেছন দিকে বেরাবে ,বুঝলি!"

রাজু দূরের পোষ্টারে কিরণ বেদীর ছবির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে।

(৭) সবে দু' মাস হয়েছে রেশমী এসেছে শেফালি আর আজমীরের বাড়িতে। আজ শেফালির বাবার অফিসে ১৫ ই আগষ্টের পতাকা উত্তোলন আর খাওয়া-দাওয়া আছে পুরো পরিবারের। আজমীর তার মেয়েকে নিয়ে শ্বশুরের অফিসের দিকে র‌ওনা হলো স্নান-টান সেরে। 
আজমীরকে দেখেই বিনয় বাবু একগাল হেসে বললেন, "এসে গেছিস তোরা। আয় আয়।"
"না বাপি আমি আর রেশমী এসেছি তোমার মেয়ে আসেনি, ও আম্মুকে দেখতে গেছে হাসপাতালে।"
"ও! ভালো করেছে ভালো করেছে। তা হ্যাঁ রে তোর মা এখন কেমন আছে?"
"আগের থেকে ভালো।"
"আচ্ছা এইবার চল পতাকা তোলা হবে।"

বেদীর দিকে যেতেই মিঃ দাস বলে উঠলেন,
"আরে এ আপনার জামাই না?"
"হ্যাঁ"
"মশাই আপনি পারেন‌ও বটে। যার জন্য সমাজ আপনাকে একঘরে করলো, তাকে নিয়ে আদিখ্যেতা করছেন? মেয়ে পালালো বেজাতের সাথে , আর এখন‌ও নাতনিকে নিয়ে ঢং করছেন, সম্পর্ক রেখেছেন....সত্যি যত্তোসব।"
"মশাই আজ ১৫ ই আগষ্ট। স্বাধীনতার দিন। আজ নাতনিকে স্বাধীনতার পাঠ পড়াবো না তো আর কবে পড়াবো মশাই। ওকেও তো শেখাতে হবে এখন‌ও আপনাদের মতো কতো শাসক রয়ে গেছে দেশে। যাদের জন্য‌ই এতো সমস্যা।
চল আজমীর।"
রেশমীকে কোলে নিয়ে পতাকার দড়ি ধরলেন বিনয় বাবু।

জয়ন্তী কর্মকার
ছবি-নিজস্ব


(1) The child has not eaten since morning seasonal no respite. When in the middle of the night were poor. Then I have to get up out of bed early morning mausumike daily routine.
Majestic office would be for him to cook his tiffin packed paid Bittu school occasion of Independence Day celebrations, so she made to her flag clothes rod in the attached, the special white dress set on, father-in-school program recently retired head master, so his so it goes with him at tea, seasonal Chitra four months was to feed him.

Last fall was reflected in the eyes of the mirror into the house pratibimbate went over to open the lid of the pressure cooker burns on the forehead with a red-hot layer has a branch. Mujhate seasonal clothes over and tap it once again, and immediately come to the majestic napkins,
"Fuss, at seven in the morning left the duties of maharanira harness, yattosaba, disagastim. This growth has increased so much freedom to be passed. Today, I will leave office at the kasametiksagulo drene."

Mother ran, "offering more growth and seasonal berecho do so, he will be in office, can be Bittu school bus will come to school with his father to give away the umbrella, is to ring basecho seven in the morning?"
"Mom, I treat citrake ....."
"What happens with so much time to sort out the wrinkles and the daughter, and the daughter will rescue us? It would take all. So from now on, do not lie, you know?"
"Mom, this is just four months ......!"

(Ii) "When our country is the son
you have to build up you with your work not your tale."

And let the words you said to the boys, why? But what they will work just great, and we do not understand anything? And let you know my grandmother was not worth more study than help the mother hand.

Ray's mother, I toderakei I said, are you, Millie, Sapna, Priya, Champa these guys, what a beautiful child class first-class children cry for their big the poem say, they eat to lose forbids Chris, Rose read Chris, the third class sister of the fourth class and put his hand to the tree water dishes, even leave the classroom clean, went back home to their mothers heard from the side, the class baltura marapitha Thamasa them, they go boom, and the bone-headed mistakes people into the country and see the boy was the only son, the kamme dhyamrasai they stayed.

This is the 15th day of August is a good poem does not say gayabi music, singing lungi dance lungi dance on the head, this is the result of withdrawals.
Khacchara the otter did not come to work early in the morning that a flag pull.
Uphaphapha.

Ray's mother came forward with you and yet so they learn to work, so I can not talk bulite Ray "When the son of our country,
you have to build up you with your work not your tale".
She stood up and clapped their hands and laughed and cried with joy after hearing the second class.

Now let's see whether early. How many jobs have left, rope ..... Where did you get the flowers .....

(3) "mommy mommy was so indipendens Day, the flag of what am I now?'ll take you home if it's garbage."
"Yes, sir. Hold down silently'll see any trash cans, and how! You sit quietly, they will see the wisdom of the fifty again, to the media, yattosaba, Innocent Middle Class."

After a while Mrs. raksita "use me" the yellow came out of his son's stomach filled indipendens Day is today. Expensive car to go out and look at it all from a distance slum Kalu three-year-old picked up the flag and ran. Husa husa going out with the car in front of it, Malati came running, took the boy into his arms.

"And Mom did you do it?" A smile filled the face of the cheek
"What this is?"
"Jai Hind Jai Hind bandematarama bandematarama"
"Bamdematama h h himda himda"
Kalu flag stick dumps the dust has cleared an empty stomach.

(4) "Mom, please do not come to us. I can not be too bad to me? Today's my birthday, August 15th at not give me this gift?
"No mother, I got very lucky girl to like you. But I'm jealous, I tell you bad mother."
"However, it could be your daughter say?
Otherwise, why not go with us. Rohit place a new job? "
Trnara eyes are rolling down the water.

"Mom Ray, my mother really oppressed. Rohit's father's love of distance reason for the increase was a lot of it. I understand Ray's mother After marriage, husband and wife, a place to be. Their new marriage, love, close these figures in their relationship strong which was built based on fear of a lifelong relationship with this a few years. the period should not be someone else, you definitely wont understand Ray's mother is mad .
And when the girl I yaboi you just like you, I'm going to play with him, will leave your job and why?
August 15th is your birthday today, so that you can make a little freedom, but the rays of my shame .... "
Mother hugging her mother's neck trna joy.
"My crazy ..."

(5) "I ask that the rich maid, independent of the school became independent of what you think yourself independent gone, I school to go diyechiluma say! Let your friends call came just leave you chiluma, has a lot of freedom-tadhinata Take Now sit majate the dishes. "

Pearls come in dead parents, rather than dress down to brush the dishes became murmurs, "Jai Ho, Jai Ho ..."
Quaker family is everything to him. Pearl secondary next year.

(6) a little late today, is going to kill the baby.
"Now is the time to butt late?"
"No sir bonatake went to school."
"Why tell me? Why did the ghost Capalo study it?"
"Today is Independence Day .... so ...."
"Eyam freedom, ha ha ha., Or IPS officer police officer will tell you sister? Maracche freedom. Work throws. Food is not an officer in the back jutale Berar, prayers!"

Raju, let alone one of the posters Kiran Bedi has looked at the photo.

(7) Barely two months have been displaced and silky at Ajmer. Today, August 15th at the flag hoisting displaced father and the whole family has to eat. Ajmer with her daughter in-laws went to the offices of the bath-pull recovered.
Vinay Babu saw a mouthful ajamirake smiled and said, "Behold you will come. Income Income."
"Ryan's not your daughter, I'm not silky, and the hospital to see mom."
"And the good they have done well. Yes, it's your mother-ray How is she?"
"Better than ever."
"All of us will be this time."

Mr. Das said to go to the altar,
"Hey, this is your husband?"
"Yes"
"Mister focus is you. For you social isolation seemed to flirt with him? Bejatera girl to escape, and the style is still granddaughter, has a relationship .... yattosaba true."
"Mister Today, August 15th. Independence Day. Today is the granddaughter of independence, and when I do not parabo parabo sir. I need to teach him too much like the regime still remained in the country. This is a problem for them.
Ajmer's. "
Vinay Babu took the flag with lap resamike rope.

Jayanti Karmakar
Photo-own

#Creazione_Production , #Vivid , #August 15th at not give me this gift?

No comments: