Wednesday 8 August 2018

#ফিরে_আসার_মন্ত্র - Mantra to came back

দোষ পেতে পেতে যন্ত্রনার বস্তাটা পিঠে নিয়ে কুঁজো হয়ে ফুটো চালা ঘরটায় চলে যাই, মেঝেতে পাতা ছেঁড়া মাদুরিতে এলিয়ে দিই শরীরটাকে। আর মাত্র দুটো দিন তারপর‌ই আসবে অমাবস্যা, ফুঁটো চালা জানান দিচ্ছে সরু একফালি শুষ্ক চাঁদ দেখিয়ে। 
                          
                            এক পাল্লা ভাঙ্গা জানালা পুকুরের ঠান্ডা হাওয়া বয়ে নিয়ে আসছে কুঁড়ে ঘরটার ভেতর। বাইরের ঝিঁ ঝিঁ পোকা ভুলতে দেয় না কিছুতেই অপমানের, নির্যাতনের ,আতঙ্কের অনুভূতি গুলো। পুকুর পাড়ে ঘ্যোঁৎ ঘ্যোঁৎ করা ব্যাঙগুলো পাহারা দিচ্ছে ব্যাঙাচিদের। আমি একা শুয়ে থাকি সব আতঙ্ককে কাটিয়ে। 

                       অন্ধকার ঘরটায় আলো দিতে আসে জোনাকি। সেই ছোটোবেলার স্মৃতিতে আলো দিতে দিতে বড়বেলার অন্ধকার স্মৃতিকেও দূর করতেই বোধোহয় আগমন।  কত খেলেছি এদের সাথে। পেছনে বয়ে বেড়ানো যন্ত্রনার ঠুলিটাকে আরাম দেয় স্যাঁতস্যাঁতে মেঝে। 

                        পোকামাকড় এখন আর আমাকে কামড়ায় না। যন্ত্রনা গিলতে গিলতে বিষধরে পরিণত হয়েছি। কলতলার হড়হড়ে শ্যাওলাগুলোও রোজ লড়াই করে মরে। বেঁচে থাকার লড়াই । যে কোনো মূহুর্তে তাদের শরীরে পড়তে পারে লোহার দাঁতের কামড় আর চামড়া খসে পড়ে মৃত্যু ঘটতে পারে তাদের। তবুও তো তারা বেঁচে থাকে সবুজ সংসার বিছিয়ে। মৃত্যুর পর‌ও আবার জন্ম নেয় তাদের সংসারকে বিস্তৃত করতে। 

                        আচ্ছা এক জীবনে ঠিক কতগুলো কঠিন লড়াই থাকে? ঠিক কতগুলো মৃত্যু অতিক্রম করলে সানন্দে বাঁচার অবকাশ পাওয়া যায়? কতগুলো ঘাত প্রতিঘাতের পর জন্ম নেয় একটা সমান্তরাল জীবন?

                         ভোরের স্নিগ্ধ আলো ঠিকরে যখন চোখে পড়ে, রাতে বয়ে যাওয়া নোনতা সমুদ্রের জল শুকিয়ে যায় ততক্ষনে, দূর হয়ে যায় সমস্ত জ্বালা। চোখ আরাম পায় গুটি পোকার নতুন জীবন পাওয়া দেখে ।

                         আচ্ছা ঠিক কতটা সময় লাগে গুটিপোকার রেশম হতে? ঠিক কতখানি সময় লাগে রেশম পোকার রঙীন জীবন পেতে? ঠিক কতটা সময় লাগে রঙীন জীবনকে সযত্নে বাঁচিয়ে রাখতে?

                        আমি তুলি দিয়ে এঁকে দিই ওর ডানায় জীবনের রং। কোথাও শান্তি, কোথাও সৌম্য, কোথাও আবার বিশ্বাস আর ভালোবাসার রং। উড়িয়ে দিই ওর বুকে একরাশ স্বপ্নের বাতাসের  থলি ভরে।

উড়ে যেতে যেতে সে বলে যায় কানে কানে----
"এইভাবেও ফিরে আসা যায়।"
 #ফিরে_আসার_মন্ত্র

#জয়ন্তী_কর্মকার♥️

English Version


To find fault with a bent back pain leakage moved to shed room, reclining on the floor on my body torn madurite. And then the end will come just two days, New Moon, is a narrow strip of the dry moon showed phumto shed.
Broken windows are competing in a pool of cold air flows inside the house sluggish. Outside the crickets crickets and worms do not forget anything, insults, violence, paranoia and Fig. Ghyomt draining the pond frogs ghyomt byanacidera guard. I'm lying alone spent all atankake.

Firefly came to light in the dark room. Barabelara memories of those early days to give light to the darkness of distant memory came bodhohaya. How many have played with them. Pain up behind the comforts thulitake damp floor.

Insects do not bite me now. Pains become bisadhare swallow. Kalatalara glistening Rose syaolaguloo die fighting. Fight to survive. Dentists bite of iron in the body may occur at any moment of their death, and the skin may occur in the fall. Yet they have survived and spread the Green family. Born after the death of the cosmic them to expand.

Well, one's life is tough, just how many? Look forward to death to avoid exceeding the number of available vacation? Some are born after overcoming hurdles in a parallel life?

Thikare soft light of dawn, when the sight of the night flowing salty sea water and then dry up, the irritation is eliminated. Relax your eyes to see the small insect found a new life.

Well, just how much time it takes to silk and silk worms? Colored silk worm exactly how much time it takes to get life? Exactly how long it takes to keep alive the colorful life of the well?

I pick up the color of the man gave her wings. No peace, majestic places, where the color of faith and love. I dream of a flurry of blows on his chest filled with air bag.

Go fly, he goes on to say ---- ear
"Eibhabeo can come back."

#Jayanti_Karmakar ♥ ️
#Creazione_Production ,