Monday 30 July 2018

নীলকন্ঠ - purifier throat

 স্কচের বোতলে আঙ্গুল চুবিয়ে চেখে দেখতে পারিনি কোনোদিন, গলায় দিতে পারিনি কোনোদিন এই অজানা স্বাদের একটা ফোঁটাও। নীলকন্ঠ হয়ে আগেই পুড়িয়েছি গলাকে। যত যন্ত্রনা সব গলা দিয়েই তো নামে! 
                              
                             নরম পানীয়তে চুমুক দিই তাই এখনো। ঠান্ডা পানীয় শীতল করে গলার ঘা কে। 

                                সময় ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যন্ত্রনার তাপে। গুঁড়ো গুঁড়ো সময়কে নাড়াচাড়া করি বিস্মৃতির চামচ দিয়ে। খুঁজে পাই এক কুচো দু'কুচো ভাঙ্গা ভাঙ্গা , জোড়া লাগানো, তাপ্পি মারা কিছু স্মৃতি। 

                          নরম পানীয়ের বুকে ভর দিয়ে, ভুলে যাই খাবার চার্টের তালিকা। ভুলে যাই দুপুরে বিয়ার আর রাত্রিতে স্কচ খাওয়ার অদম্য স্পৃহাকে। 

                        আমি এখনো বরফ ভালোবাসি। যেই বরফ পাহাড়ের গায়ে সাদা চাদর পরিয়ে দেয়, 
যার দু' কুচিতেই পাতলা শৌখিন বিদেশী গ্লাসটা ঠান্ডা হয়ে যায় সন্ধের নেশায়, যার এক টুকরো বদ রক্ত জমে যাওয়া কালশিটের যন্ত্রনা কমাতে সাহায্য করে, আমি সেই বরফকে ভালোবাসি। 

                       গড়গড় করে লিখে চলি আবোল তাবোল শব্দ। ভাষারা খেই হারিয়ে ফেলে জুড়িগাড়িতে চড়ে রূপকথার ঠিকানা খুঁজতে গিয়ে। পাতার পর পাতা ভিজে যায় পানীয় গ্লাসের ঘামে। কবিতারা গদ্যের আকার নেয়। 

                      ছুটি দিয়েছি ক্লান্তির ঘামকে, ছুটি দিতে পারিনি নরম পানীয় ভর্তি ঠান্ডা গ্লাসকে যা টনসিলের ব্যথাকে বাড়িয়ে আরাম দেয় আমায় রোজ আমার নীলকন্ঠকে, যা অমরত্বের লোভে গিলেছিল আমার ভালোবাসা অন্য কেউ আর আমি তার মন্থনে বেরিয়ে আসা গরলকে।

                   ঠান্ডা গ্লাসটা শান্ত করে আজও আমার নীলকন্ঠকে। ছুটি দিতে পারিনি কোনোদিন। অদম্যকাল ছুটি দিতে পারবো না তাকে। নীলকন্ঠের বড়ো প্রিয় ওই ঝাঁঝালো স্বাদটা।

#ছবি_নিজস্ব
#জয়ন্তী_কর্মকার♥️













English Version :-


Cubicle finger could never taste the bottle of Scotch, vowed never able to taste a drop of the unknown. Before the poet purifier throat. With neck pain as well as all!
Sip soft drinks do so yet. Sore throat, a cold beverage cooler.

During the crushed powder under pain. Crushed with a spoon crushed Time nurture oblivion. One can find chopped dukuco broken, knit, tuck away some memories.

Leaning on soft drinks, forget the food chart list. Scotch drinking beer at noon, and night, uncompromising sprhake forgotten.

I still love the snow. And put on a white sheet of snow to the mountains,
The two foreign kucitei thin glass centerpiece of the cold dusk intoxication, a piece of bad blood, which helps to reduce the mounting kalasitera pains, I love the ice.

Let them write nonsense gurgling sound. Bhasara clue to address the fairy riding jurigarite losing. After the leaves are soaked with sweat drinking glass leaves. Kabitara prose takes shape.

Ghamake leave the tired, unable to leave cold soft drinks filling glasake tonsil pain, which can increase the comfort of my nilakanthake Rose me, immortality, which is the love of my love for someone else, and I manthane gilechila garalake come out.

I still nilakanthake cold glass to cool. Never been able to leave. Adamyakala can not leave him. The pungent taste of the big favorite poet.
Picture - Source
Writer - Jayanti Karmakara ♥ ️

#Scotch , #soft drinks , #Creazione_Production , #Vivid

No comments: