Monday 31 July 2017

A flowery tale


Well?? Have you ever seen the bud of a flower? What a beauty the little thing is......!!

And it is equally soft and sensitive..... Can you ever guess by seeing this petty little thing
that one day it will spread its petals and bloom into such a beauty that it will render us
speechless.....? Its bright hue is like a splash of colour in the land of the green.
They say flowers are arrogant and boastful of their beauty.... I wonder why they will
not be? The flower had to wait for so long to obtain this beauty. It started from being a
seed and then a sapling peeked its head out. Thereafter just like a child who plays with
its soft hands, the sapling now a sprig spreads out its tender branches and plays with
the sun. From there on it began to develop. Its small branches gave way to more
strong branches and spread out here and there. Slowly and gradually it transformed
into a tree. Only then the flower is born. It had awaited a long time to come into this
world. Of course it has every right to be proud! The flower is such an essential
commodity. Without it even the gods and goddesses are not pleased. Without it all
special occasions are incomplete. Sometimes it is even used in medical treatments. Its
beauty is appreciated by everyone.
But wait....! Just because it is beautiful and soft does not mean it is weak. When needed
it can take on an ugly face.... At times it can murder the most intelligent man in the
earth with its deadly poison. Again, it can entice the insects, who plot to harm it, with
its charm and end their lives.
But even after being the possessor of such immense beauty and qualities, it is my
belief that every flower has the secret wish to fall off into the bosom of mother earth.
Through every moment of their small life it yearns to touch the earth..... It only thinks
of flying off with the wind..... wishes to be carried away by the currents of water and
travel to distant places and new lands..... Just like the humans... who after growing up
tends to forget their birthplace and run off to far away lands along with the stream. It
is as if the flowers tend to do this too....
This leads me to contemplate if the flowers have acquired this nature from the humans
or was it like this forever? Well, maybe.....



জীবনের ফুল কথা


চ্ছা? তুমি কখনও ফুলের কুঁড়ি দেখেছো? কি সুন্দর ছোটো তাই না? আর সেরকমই নরম আর স্পর্শকাতর।
ওই ছোট একরত্তি কুঁড়িকে দেখে কি তুমি বুঝতে পারো যে সে যখন পাপড়ি মেলবে, তখন নিজের সৌন্দর্যে আর
রুপে সবাইকে মুগ্ধ করে দেবে? তার উজ্জ্বল রঙ যেন সবুজের রাজ্যে একফোঁটা রঙের ছোঁয়া। আচ্ছা ফুল নাকি
দাম্ভিক, তার রুপ নিয়ে নাকি তার খুব অহংকার… সে অহংকারী হবেই না বা কেন? এই সৌন্দর্য পেতে তাকে
অনেক অপেক্ষা করতে হয়েছে। প্রথমে একটি ছোটো বীজ থেকে মাথা চাড়া দিয়ে উঠেছে শিশু গাছ। তারপর একটি
শিশু যেমন নরম নরম হাত-পা মেলে ধরে খেলা করে, সেরকমই সে তার ছোটো ছোটো শাখা-প্রশাখা মেলে রোদের
সঙ্গে খেলা করেছে। তারপর ধীরে ধীরে তার বিকাশ ঘটেছে। শাখা-প্রশাখা ক্রমে ডাল-পালা রুপে ছড়িয়ে পড়ছে
চারিদিকে। ধীরে ধীরে সে শিশু থেকে পরিণত গাছ হয়েছে। তবেই না ওই সুন্দর ফুলের জন্ম। এতদিন অপেক্ষা
করেছে সে বিশ্বে আসার জন্যে। দাম্ভিকতা তার মধ্যে তো থাকবেই। চারিদিকে তার এতো প্রয়োজন। সে না
থাকলে দেব-দেবীরা তুষ্ট হননা। তাকে ছাড়া যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ। কখনও তো আবার তাকে নিয়ে
চিকিৎসার কাজেও লাগানো হয়। তার সৌন্দর্যের কদর সবার কাছে। কিন্তু মশাই! সে সুন্দর আর কোমল বলে
তাকে কমজোর ভাববেন না। দরকারে সে কুৎসিত রুপও ধারণ করতে পারে। কখনও সে তার প্রচণ্ড বিষ দিয়ে
বিশ্বের সবচেয়ে বুদ্ধিমানজীব মানুষকে হত্যা করে। কখনও আবার তার সুন্দর রুপে ভুলিয়ে কাছে ডেকে শেষ
করে দেয়, তার ক্ষতি করতে আসা পোকা-মাকড়কে। এতো রুপ এতো গুণ এতো রঙের অধিকারী হওয়া সত্ত্বেও
আমার মনে হয় প্রত্যেকটি ফুলই অপেক্ষা করে ধরিত্রীর বুকে ঝড়ে পড়ার জন্যে। তার এই ছোটো জীবনের
প্রতিটা মুহূর্ত সে ভাবে কখন সে মাটিকে স্পর্শ করবে। কখনও সে হাওয়ায় নিজেকে ভাসিয়ে দেবে। জলের
স্রোতে বয়ে যাবে। আর পারি দেবে ভিন্ন জায়গায়, ভিন্ন দেশে। ঠিক যেমন মানুষ বড় হওয়ার সাথে সাথে নিজের
শিকড় বা জন্মস্থানকে ভুলে স্রোতের সঙ্গে গা ভাসিয়া দুরে চলে যেতে চায়, সেরমই যেন ফুলের ক্ষেত্রেও ঘটে।
আচ্ছা ফুলও কি মানুষের সংস্পর্শে এসে এই স্বাভাবটি পেয়েছে? নাকি সে চিরকালই এরকম ছিল… কে
জানে…হবেও বা।



(Written By Sampurna Som , English Translation By Somrita Das and Images & Painting By Ayana Chatterjee)

1 comment:

Unknown said...

It's really nice and at the same time true also.